চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় তিন আসামির আদালত পরিবর্তন ও এক সাক্ষীকে জেরার বিষয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারীরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিম ও এম লিয়াকত হোসেন এবং আকবর হোসেন খান। গত ১৩ জানুয়ারি বিচারিক আদালত চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১ এ সংক্রান্ত দুটি মামলার শুনানি শেষে ৩০ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন। এরপর ১৯ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার বাদী ও প্রথম তদন্ত কর্মকর্তা আহাদুর রহমানকে পুনরায় জেরা এবং আদালত পরিবর্তনের নির্দেশনা চেয়ে এক আসামির পক্ষে হাইকোর্টে আবেদন করেন মামলার আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান।
১৯ জানুয়ারি আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, আকবর হোসেনের পক্ষে মামলার বাদী, প্রথম তদন্ত কর্মকর্তা ও সাক্ষী আহাদুর রহমানকে জেরা করার সুযোগ না দিয়ে সাক্ষ্য সমাপ্ত করা হয়। পরবর্তী সময়ে ওই সাক্ষীকে তলবের আবেদন করা হলে তা নাকচ হয়। এ আদেশ প্রত্যাহার চেয়ে হাইকোর্টে আবেদনটি করা হয়। আবেদনে আদালত পরিবর্তন এবং ওই সাক্ষীকে পুনরায় জেরার জন্য নির্দেশনা চাওয়া হয়।