বিএপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবৈধভাবে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় তাকে খালাস দেওয়া বিচারক মোতাহার হোসেনের দেহরক্ষী সোহরাব হোসেন ও তার গাড়ি চালক বাদল দেওয়ানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি দুদক থেকে পাঠানো পৃথক নোটিশে মোতাহার হোসেনের গাড়ি চালক ও দেহরক্ষীকে আজ দুদকে হাজির হতে বলা হয়।
অন্যদিকে ২৩ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর সাঁটলিপিকার আবুল হাসান এবং বিশেষ জজ আদালত-৩ এর সাঁটলিপিকার নুরুল ইসলাম দুদকে হাজির হয়েছিলেন।
ওই দিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন হারুনুর রশিদ।
এদিকে, গত ৮ জানুয়ারি মোতাহার হোসেন দেশত্যাগ করে মালয়েশিয়া চলে গেছেন। দুদক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ১২ কোটি টাকা ঘুষ নেয়ার তথ্য পেয়েছে দুদক।