খুলনার ফুলতলা উপজেলার ধোপাখোলায় এলাকায় আজ মঙ্গলবার ভোর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা তৌহিদুল ইসলাম সবুজ (২৮) নিহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ১টি পিস্তল, ১৫ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৯টি বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে। নিহতের লাশ ময়না তদনেত্মর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, নিষদ্ধি ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা দলবল নিয়ে ফুলতলা উপজেলার দিঘীর পাড় এলাকায় বৈঠক করছিলেন। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবদ্ধি অবস্থায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড-ইন-কমান্ড তৌহিদুল ইসলাম সবুজকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সবুজ উপজেলার দামোদর গ্রামের সেলিম শেখের ছেলে। সে ৯টি হত্য, ২টি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলার আসামি ছিলেন।