কিশোরগঞ্জের ব্যাংক ডাকাতির ঘটনার মূল হোতা হাবিব ওরফে সোহেলকে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকা থেকে আটক করেছে র্যাব সদস্যরা। তার কাছ থেকে টাকাও উদ্ধার করা হয়েছে।
আজ বিকেল পৌনে ৪টার দিকে থানার শ্যামপুর রোডের ৮ নম্বর টনি ভিলা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের সময় সোহেলের কাছ থেক ব্যাংক থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়েছে। তবে তার কাছে কত টাকা আছে তা এখনো জানা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, সোহেলকে ঘটনাস্থলে আটক করেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে তিনি।