একতরফা নির্বাচনে গঠিত সংসদের অধিবেশন আহ্বানের প্রতিবাদে ডাকা কালো পতাকা মিছিলের অনুমতি না পেলে রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে কালো পতাকা প্রদর্শন করবে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দল। তবে জেলার পূর্বঘোষিত কর্মসূচি বহাল থাকবে।
আজ সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এই কর্মসূচির কথা জানান।
রিপন বলেন, “ভোটারবিহীন ও অপর্যবেক্ষণযোগ্য নির্বাচনে গঠিত সংসদের অধিবেশন আহ্বানের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি আগেই ঘোষণা করা হয়। কর্মসূচি পালনের জন্য ২১ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু আজ পর্য ন্ত আমরা অনুমতি পাইনি।”
কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে মন্তব্য করে রিপন বলেন, “আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা কালো পতাকা মিছিলের অনুমতি দেবে। তবে যদি অনুমতি না দেয়া হয়, তাহলে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ১৯ দলের নেতাকর্মী ও সমর্থকরা কালো পতাকা প্রদর্শন করে প্রতিবাদ জানাবে। রাজধানীর কর্মসূচি পরিবর্তন হলেও জেলায় পূর্বঘোষিত কর্মসূচি অপরিবর্তিত থাকবে।”
বুধবার বেলা তিনটায় এ কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।