জনাব, দীর্ঘদিনতো হয়ে গেল। এবার আর নয়। রামরাজত্ব তো বহুদিন করলেন। এবার রাজত্ব ছেড়ে পারেন আর বিক্রয় করে পারেন, রাজত্ব আপনাকে ছাড়তেই হবে। এবারকার মতো সহজে বুঝালাম। পরে কিন্তু আর সহজে বুঝাবো না- সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রত্যকটি পরিবারকে সর্তক করে এমন চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার বিকেলে ২০টি পরিবারের কাছে চিঠিগুলো পৌঁছায়। চিঠিগুলো পাওয়ার পর হিন্দু পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সবুজবাগ এলাকার বিমল মন্ডল জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সবুজবাগ এলাকার অ্যাডভোকেট রঘুনাথ মন্ডল, অ্যাডভোকেট তপন কুন্ডু, অ্যাডভোকেট তপন দাস, মঙ্গল সরকার, কমলেশ ঘোষ, স্বপন সানা, দুলাল চন্দ্র সরকার, স্বরবিন্দু মন্ডল, সনাতন শীল, কান্তিলাল সরকার, বাপ্পা দে, সোনা, সমীর সরকার, পরিতোস বোষ, রবিন সরকার, স্বপন স্বর্ণকার, প্রসেনজিত্ চক্রবর্তী, চিত্র লেখা বোস ও তার নিজের বাড়িতে ডাকযোগে একটি চিঠি আসে। এরপর থেকে তারা পরিবার পরিজন নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, এমন একটি খবর শুনেছি। তবে এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি।