ভারতের শিল্পপতিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ আজ দুপুরে শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীকে এ তথ্য জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী বলেন, ‘তাঁরা সব রকম বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে পরে ইস্যুভিত্তিক দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ভারতের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধার বিষয়েও আলোচনা হয়।
এ সময় শিল্প মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।