রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, জিডিপির সামষ্টিক প্রবাহ অব্যাহত রাখার মধ্য দিয়ে সরকার অর্থনীতিকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
আজ দশম জাতীয় সংসদ অধিবেশনের প্রথম কার্যদিবসের বৈঠকে রাষ্ট্রপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ৫০ লাখ বেকার যুবক ও কৃষকের কর্মসংস্থান হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যবস্থা নেয়া হয়েছে। নারী ক্ষমতায়নের জন্য মহিলা আসনের সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হয়েছে।’
রাষ্ট্রপতি বলেন, ‘বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও ৫ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। এই প্রথমবারের মতো কোনো নির্বাচন একটি সরকারের অধীনে হয়েছে। এরমধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘২০০৮ সালে ২৯ ডিসেম্বর তারিখে জনতার ম্যান্ডেট নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসে। ওই সরকার ছিল মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়ে তোলার সরকার। সে সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে।’