নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক তৌহিদুর রহমানকে (৪০) গুলি করে হত্যা করেছে তার সঙ্গীরা। বৃহস্পতিবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত তৌহিদুর রহমান উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বদ্রগাঁওয়ের নূর মোহাম্মদ মাস্টারের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিএনপি নেতা তৌহিদকে ঢাকা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। এরপর বুধবার রাতে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে এই থানায় নিয়ে আসে। মধ্যরাতে তৌহিদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়েই উপজেলার মেরিপাড়ায় অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তৌহিদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।