বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৩ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বিজয়ীদের নাম ঘোষণা করেন।
পুরস্কার বিজয়ীরা হলেন: হেলাল হাফিজ (কবিতা), পূরবী বসু (কথা ও সাহিত্য), মফিদুল হক (প্রবন্ধ), জামিল চৌধুরী ও প্রভাংশ ত্রিপুরা (গবেষণা), কায়সার হক (অনুবাদ), হারুন হাবিব (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য), মাহফুজুর রহমান (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী), শহিদুল ইসলাম (বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ), কাইজার চৌধুরী ও আসলাম সানী (শিশু সাহিত্য)।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক সাহিদা খাতুন, আব্দুল হাই, সচিব আলতাফ হোসেন প্রমুখ।