গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিয়াজ মোহাম্মদ রয়েল (৩৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে। এসময় অপর দুই জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার নিশাতলা পেট্রোল পাম্পের কাছে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন জানান, ইউপি সদস্য রয়েল অপর দুই সহযোগীকে নিয়ে মটর সাইকেল যোগে খান্দারপাড় থেকে মুকসুদপর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় মটর সাইকেলটি ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি দ্রুতগামী যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
এসময় এলাকাবাসী মারাত্মক আহতাবস্থায় রাযেলসহ তিনজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েল মারা যায়।
তবে অপর দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত নিয়াজ মোহাম্মদ রয়েল উপজেলার খান্দারপাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য।