ডাকাতি করে ফেরার পথে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিপন মিয়া(৩৫), আনোয়ার হোসেন (৩৬) ও আহমেদ আলী (৩৫)।
এসময় রনি মিয়া(৩২), আজাদ রহমান(৩৬) ও ফরহাদ হোসেন (৩৪) নামে তিন ডাকাতকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি কার, একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুইটি চাপাতি ও ১৯ হাজার টাকা। একটি ফিলিং স্টেশনে ডাকাতি করে ফেরার পথে এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ভোরে উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনে ডাকাতি শেষে কারে করে রংপুর শহরের দিকে ফিরছিল ডাকাতরা। বিষয়টি জানার পর রংপুর-বগুড়া মহাসড়কের বলদিপুকুরে কারটিকে থামাতে বললে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত রিপন, আনোয়ার হোসেন ও আহমেদ আলী গুলিবিদ্ধ হয়। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় মাদারীপুরের আনোয়ার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক ময়মনসিংহের রিপনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া গুলিবিদ্ধ আহমেদ আলীকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আহমেদের বাড়ি ঝিনাইদহে। এছাড়া আটক ডাকাত রনির বাড়ি শরিয়তপুর, আজাদের বাড়ি গাজীপুর ও ফরহাদের বাড়ি মাদারীপুরে।