ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর এলাকায় মালবাহী একটি ট্রেনের দু'টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার ফারুক আহমেদ জানান, ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।