দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে স্কুলছাত্রীসহ ২ জন নিহত এবং অপর ৩০ জন যাত্রী আহত হয়েছে।
নিহত সোমা রানী রায় (১৪) বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও বীরগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের জয়দেব রায়ের কন্যা এবং নিহত মালতী রানী রায় (৬৫) কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের আনন্দ রায়ের স্ত্রী।
আজ সকাল সাড়ে ৯টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের বর্ষা খামার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন জানান, আজ সকালে বীরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস পীরগঞ্জ যাচ্ছিল। সকাল সাড়ে ৯টায় বাসটি বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের বর্ষা খামার নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সোমা রানী রায় ও মালতী রানী রায় নামে এক মহিলা নিহত হয়।
সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের স্থানীয় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।