যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ ব্যবস্থায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করছি না। তবে তা ক্রমান্বয়ে তা করতে পারবো বলে আশা করছি।
তিনি বলেন, সিগন্যাল কার্যকর ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে প্রধান করে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে তারা ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি আরও বলেন, সবগুলো গাড়ি একেবারে তুলে নিলে যাত্রীদের নানা দুর্ভোগসহ বিভিন্ন সংকট সৃষ্টি হবে। সে কারণে মোটামুটি টলারেবল গাড়িগুলো রেখে দেওয়া হবে। পর্যায়ক্রমে এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওযা হবে।
রাজধানীতে সিগন্যাল সিস্টেমটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে ছেড়ে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, রাজধানীতে সিগন্যাল সিস্টেমটি একটি পাইলট প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।