যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ আলোচিত ৭ খুনের ঘটনার, সত্য উদঘাটনে সরকার বদ্ধপরিকর। একটি মহল এ সময়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।'
আজ মঙ্গলবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের উপর নির্মিত সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক, যতো শক্তিশালী ও প্রভাবশালী হোক না কেন, কেউ ছাড় পাবে না। তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।'
তিনি বলেন, 'জাইকার অর্থায়নে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপর ৪২ কোটি টাকা ব্যয়ে ৪টি সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। আগামী জুন মাসে সেতুর উদ্বোধন করা হবে।'
তিনি আরও জানান, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুরোধে ৪ কোটি টাকা ব্যয়ে দুটি প্যাকেজের মাধ্যমে ভৈরব-মেন্দিপুর সড়কের ১৪ কিলোমিটার সড়কের ৮ কিলোমিটার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অতি শিগগিরই বাকি সড়কের সম্পূর্ণ কাজ শেষ হবে।
এ সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. দলিল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাব উদ্দিন, প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ সায়েম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. সরাফত উল্লাহ প্রমুখ।