বর্ষার আগাম বার্তা নিয়ে কাঁদতে শুরু করেছে আকাশ। শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাজধানীর আকাশে সূর্য্য ঢাকা পড়েছে মেঘের আড়ালে। বিকাল ৩টার পর মেঘ কেটে আকাশে সূর্য্য উকি দিতে পারে। তবে সারাদিনই থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদেশে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিভিন্ন আবহাওয়া সাইট পর্যালোচনায় দেখা গেছে, মধ্যরাত থেকে একটানা বৃষ্টি হতে পারে। আর এ অবস্থা চলতে পারে রবিবার দুপুর পর্যন্ত।
এদিকে, শনিবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূলে অগ্রসর হয়েছে।
ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শনিবারের সূর্যাস্ত হবে ৬টা ৪২ মিনিটে, রবিবার সূর্যোদয় ৫টা ১১ মিনিটে।