বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে অগণতান্ত্রিক আচরণ পরিহার করার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং চত্বরে জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাদ্য বিতরণ কালে এ আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, 'এ সরকার শুধু বিএনপির সভা সমাবেশ করতেই বাধা দিচ্ছে তা না, বরং তারা ধর্মীয় অনুষ্ঠান, জন্মদিন ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানেরও বাধা দিচ্ছে।'