বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ উয়েন লুউইনকে আবারও তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার দুপুর ১২ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনু-বিভাগের মহাপরিচালক সালাউদ্দিন নোমান চৌধুরী সাংবাদিকদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে দুই দেশের সীমান্তে বিজিবির উপর মায়ানমারের সীমান্ত রক্ষীদের গুলিবর্ষণ ও এক বিজিবি সদস্যকে আটক করার ঘটনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।