'আপনি একজন পরিবেশবাদী। ধানমন্ডি মাঠটি রক্ষা করে নাগরিকদের বাঁচান, তাদের নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করুন' প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ধানমন্ডি মাঠ: অতীত, বর্তমান এবং?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন।
আবু সায়ীদ বলেন, 'আপনার কাছে অনুরোধ ধানমন্ডি মাঠটি রক্ষা করবেন। যদি রক্ষা করতে না করেন তবে আমাদের জন্য তা (মাঠ রক্ষা) কঠিন হয়ে পড়ছে।'
তিনি বলেন, 'বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে মাঠটিকে ধ্বংস করা হচ্ছে। শেখ জামালের নাম ব্যবহার করায় কী শেখ জামালের সম্মান বাড়ছে? বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে কি ব্যবসা করতেই হবে? অশুভ মানুষ অশুভ উদ্দেশ্যে এই নাম ব্যবহার করছে। আর সে জন্যই প্রধানমন্ত্রীর কাছে আমার এ আবেদন।'