প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জাপান সবসময় পাশে থাকবে।
তিনি আজ বিকেলে নিজের সরকারি বাসভবন গণভবনে চার দিনের জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।
জাপান বিভিন্ন সময়ে বাংলাদেশকে নানা ধরনের সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমার এ সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা দ্বিপাক্ষিক অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছাই।
প্রধানমন্ত্রী জানান, তার এ সফরে জাপানের সঙ্গে ২১ দফার যৌথ ইশতেহার সই হয়েছে। আগামী ৪-৫ বছরে বাংলাদেশকে ছয়শ’ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে জাপান, এ অর্থ দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ সম্পদ সম্পর্কে জাপানি প্রজন্মকে ধারণা দিতে দেশটিকে এক জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার উপহার দেওয়ার আশ্বাস দিয়েছি।
এছাড়া, দেশে আরেকটি পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনে জাপানের সহায়তাও চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২৪ মে দিনগত রাত ১২টায় চারদিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী। সফরে তার সফরসঙ্গী ছিলেন ১০৯ জন। সফরকালে জাপানের সম্রাট আকিহিতো, প্রধানমন্ত্রী শিন জো অ্যাবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এছাড়া, এ সফরে দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তিও সই হয়।
এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী ও আ’লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী উপস্থিত ছিলেন।