প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিই পচে গেছে।
প্রধানমন্ত্রী আজ বিকেলে জাপান সফর প্রসঙ্গে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ।
সম্প্রতি বিএনপি চেয়ারপার্সনের ‘এ সরকার পচে গেছে, আরেকটু পচুক তারপর আন্দোলন’ এই মন্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিই পচে গেছে। আমাদের পচার প্রশ্ন আসছে কোথা থেকে!’
তিনি বলেন, ‘এখন বিএনপিকেই ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা হচ্ছে।’
এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী ও আ’লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী উপস্থিত ছিলেন।