বিজিবি সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ ফেরত দিয়েছে মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
আজ বিকেল পৌনে ৬টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৫২ পিলারের পাশে বিজিপির সঙ্গে পতাকা বৈঠক শেষে লাশ ফেরত দেওয়া হয়।
৩১ ব্যাটালিয়নের লে. কর্নেল শফিকুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এসময় বিজিবির মেজর তারেকসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সুবেদার মিজানুর রহমানের লাশ শনাক্ত করেছেন।
এদিকে গতকাল শুক্রবার বিকেলে মায়ানমারে বর্ডার গার্ড পুলিশের আশ্বাসের ভিত্তিতে দোছড়ির পাইনছড়ি বিজিবি কর্মকর্তারা মিজানুরের লাশ ফেরত আনতে গেলে ফের গুলির মুখে পড়েন।