বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আমাদের সম্পর্ক যতটা ভালো, মিয়ানমারের বিজিপির সঙ্গে ততটা ভালো নয়। তবে আমরা মিয়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজিবির সদর দপ্তর পিলখানায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চার দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিপির গুলিবর্ষণ, বিজিবির সদস্যের মৃত্যু নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকেন বিজিবির মহাপরিচালক।