মাদারীপুরের টেকেরহাট মিল্কভিটা এলাকায় স্থানীয় আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মওলানা আবুল বাসারসহ (৫০) দু’জনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, চাপাতি উদ্ধার করা হয়েছে।