চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বোর্ডে পাস করেছে ৭০.০৬ শতাংশ শিক্ষার্থী।
গতবার এ হার ছিল ৬১.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬৪৬ জন শিক্ষার্থী যা গতবারের চেয়ে ১২৬ জন কম। গতবার জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭৭২ জন।
পয়েন্টের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডে সেরা হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা।
আজ সকালে চট্টগ্রাম শিাবোর্ডে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পীযুষ দত্ত।