ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল এক্সামিনেশন কাউন্সিলের (আইটিপিইসি) সদস্যপদ লাভ করতে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে আইটি পেশাজীবী বা গ্রাজুয়েটেদের অভিন্ন একটি মানদণ্ডে সার্টিফিকেশন প্রাপ্তির সুযোগ ঘটবে। এর মাধ্যমে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম ও মঙ্গোলিয়ায় সার্টিফিকেশনের মাধ্যমে এসব দেশে কর্মসংস্থানের সুযোগ হবে।
আজ রবিবার সকালে রাজধানীর শের-এ-বাংলা নগর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি, প্রফেশনাল, এক্সামিনেশন সেন্টারের (আইটিপিইসি) সদস্যপদ গ্রহণ করায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী (আইসিটি) আবদুল লতিফ সিদ্দিকী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।
টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আইটিইই সার্টিফিকেশন বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দেশে ও বিদেশে আকর্ষণীয় কর্মসংস্থানের নতুন এক সম্ভাবনার দ্বার খুলে যাবে। তারা আমাদের সনদের স্বীকৃতি দেবে। এর ফলে আমাদের ছেলে-মেয়েরা পরীক্ষার মাধ্যমে উন্নতমানের কর্মসংস্থানের সুযোগ পাবে।
পরীক্ষার পদ্ধতি সম্পর্কে মন্ত্রী জানান, আমাদের দেশে যেভাবে ইংলিশ মিডিয়ামে এ, ও লেভেল পরীক্ষা হয় সেভাবেই হবে। এ পরীক্ষায় সবাই অংশ নিতে
পারবে। আমার বিশ্বাস, আমাদের দেশের ছেলে-মেয়েরা পরীক্ষায় ভালো করবে।