মৌলভীবাজারে প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল আযহা উদযাপন করছে জেলা শহরসহ কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলের সহস্রাধিক মুসল্লি। এ উপলক্ষে আজ শনিবার সকাল সোয়া ৬টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে ইমামতি করেন হাফিজ মওলানা মাজেদুর রহমান সজীব।
নামাজ শেষে আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী গোলাম কিবরিয়া রিপন জানান, ৬ বছর ধরে তারা শহরের সার্কিট হাউস এলাকায় ঈদ-উল ফিতর ও ঈদ উল আযহার নামায আদায় করে আসছেন। জামাত আদায় শেষে ২টি খাসি ও একটি গরু কোরবানি দেওয়া হয়।
জানা গেছে, জেলা শহরের ৭/৮টি স্থানসহ কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলের সহস্রাধিক মুসল্লি সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের করছে। তারা জানিয়েছে, প্রতিবছর তারা এভাবেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে।
বিডি-প্রতিদিন/৪ অক্টোবর,২০১৪/মাহবুব