মানিকগঞ্জের বিশিষ্ট সমাজসেবিকা, শিক্ষানুরাগী ও দানবীর রওশন আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ শহরে তাদের পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।
তিনি মানিকগঞ্জ শহরের বান্দুটিয়ার প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদের স্ত্রী। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার বড় মেয়েজামাই। একমাত্র ছেলে মাহবুব মোর্শেদ হাসান বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা।
আজ ভোর চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট মেয়ে দিলারা মোস্তফার বাসায় বার্ধক্যজনিত কারণে রওশন আরা বেগমের মৃত্যু হয়।
জোহরের নামাজের পর ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের বৈকন্ঠপুরের গ্রামের বাড়িতে প্রথম ও বাদ আসর মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হয়।
তার জানাযা ও দাফনে হাজারো জনতার সঙ্গে অংশগ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান, বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফিয়াত সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহিউদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হত তোজা, মানিকগঞ্জ পৌরসভা মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হুদা সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এ জিন্নাহ কবিরসহ অসংখ্য নেতাকর্মী।
এছাড়া মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোডের বাড়িতে তার বড় মেয়ে আফরোজা বেগম ও ছোট মেয়ে দিলারা মোস্তফা বেগমের উপস্থিতিতে সমবেদনা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসসহ অনেকেই।