ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে দুই ছেলেসহ মা নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসারে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাক্ষ্ণণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টিয়ারা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুবিনা বেগম (২৫) এবং সাত বছর বয়সী তার দুই যমজ ছেলে নীরব ও সৌরভ। ঈদের ছুটিতে ঢাকার মিরপুর থেকে মাইক্রোবাসে করে নিজ জেলা কুমিল্লায় যাচ্ছিলেন তারা।
হানিফ মিয়া জানান, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে তারা চারজনসহ আরো দুই যাত্রী কুমিল্লায় যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় তিনিসহ দুই যাত্রী বেরিয়ে আসতে সক্ষম হলেও তার স্ত্রী ও দুই সন্তান মাইক্রোবাসের ভেতরে থেকে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে খাদের পানিতে ডুবে থাকা মাইক্রোবাস থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৪/আহমেদ