ময়মনসিংহ শহরের বাইপাস রোডের বাগেরকান্দায় বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় চারজন আহত হন। রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে ঢাকাগামী রিফাত পরিবহন শহরের বাগেরকান্দা বাইপাস এলাকায় একটি টেম্পুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাসির উদ্দিন (৪০) নামের একজন মারা যান।
আহত অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ময়মনসিংহ সদর দাপুনিয়া এলাকার আব্দুল হামিদের দুই মেয়ে পারভীন আক্তার (২০) ও সারমিন আক্তার (১৮), একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে সেকেন্দার আলী (২৮), কালু (২২) এবং আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৪/রাসেল