সুন্দরবনে পুলিশের অভিযানকালীন ‘বন্দুকযুদ্ধে’ রবিবার দুপুরে কাশেম বাহিনীর প্রধান কাশেম আলীসহ ১৩ বনদস্যু নিহত হয়েছে। খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান খবরটি নিশ্চিত করেন। এর আগে খুলনাঞ্চলে বন্দুকযুদ্ধে একসঙ্গে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি। এর মধ্যে সকালে ২জন এবং পরে আটকদের নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে আরো ১১জন নিহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কার আলী জানান, আটক হওয়া ১১ জনের মধ্যে বাহিনী প্রধান কাশেম আলীর স্বীকার করে তার নিয়ন্ত্রণে সুন্দরবনের গহীনে এক বস্তা আগ্নেয়াস্ত্র রয়েছে। অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তাদের সহযোগিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়।