ঈদুল আজহার দিন সোমবার দুপুরের আগে রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আওহাওয়া অধিদপ্তর। তবে বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশের পূর্বাংশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় রয়েছে। তাই ভারী বৃষ্টিতে সোমবার কুরবানির ঈদের আনন্দ বিঘ্নিত হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। তবে দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৪/ আহমেদ