চলমান রাজনৈতিক সংকট সমাধানে খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানিয়ে মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। খাওয়া-দাওয়া, নামাজ, ঘুমানো- সব কিছুই করছেন সেখানেই।
গত ২৮ জানুয়ারি বুধবার বিকাল ৩টা থেকে এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কাদের সিদ্দিকী।
সরেজমিন শনিবার রাতেও দেখা গেছে, মাদুর বিছিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কাদের সিদ্দিকী। কখনো পড়ছেন দিনের পত্রিকা। কখনো কোরআন শরিফ। নারী ও শিশুরাও এসে বসছেন তার পাশে। কখনো শিশুদের কোলে নিয়ে আদর করছেন। কর্মীরা ফাঁকে ফাঁকে স্লোগান দিচ্ছে 'জনতার দাবি একটাই- সোনার বাংলায় শান্তি চাই'। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে স্বাক্ষর করছেন সাধারণ মানুষ। হাত মেলাচ্ছেন বঙ্গবীরের সঙ্গে। খাবার নিয়ে আসছেন কেউ কেউ। বাস থেকে হাত নেড়েও যাত্রীরা এ কর্মসূচিকে সমর্থন জানাচ্ছেন। কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরাও দিন-রাত থাকছেন দলের সভাপতির সঙ্গে।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ