পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে কার্গোর ধাক্কায় এম ভি মোস্তফা নামের লঞ্চটি ২ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এতে এক শিশু মারা যায়। জীবিত উদ্ধার করা হয়েছে ৫ শিশুসহ ৪৫ জনকে।
আজ রবিবার পাটুরিয়া এম ভি মোস্তফা নামের লঞ্চটি যাত্রী নিয়ে দৌলদিয়া যাওয়ার উদ্যেশে রওয়ানা দেয়। লঞ্চটি কিছুদূর যাবার পর বেলা পৌনে ১২টার দিকে 'নার্গিস' নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।
উদ্ধার পাওয়া যাত্রীরা জানিয়েছেন, ৩টি বাসের যাত্রী নিয়ে লঞ্চটি মাঝনদীতে পৌছালে তেলবাহী ট্যাংকারের সঙ্গে এই ধাক্কা লাগে। এতে লঞ্চটি উল্টে যায়। অনেকে সাঁতরিয়ে কুলে উঠলেও অনেক হতাহতের আশঙ্কা রয়েছে।
নৌ-পুলিশ, ফায়ারসার্ভিসের কর্মী ও জনসাধারণের সহায়তায় যাত্রীদের উদ্ধার কাজ চলছে ।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা