একাত্তরে মহান স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানিরা যেভাবে বাঙালির ওপর গণহত্যা চালিয়েছিল ঠিক একইভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে গণহত্যা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বিকেলে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে যে অবরোধ হরতাল করছেন এর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। একাত্তরে পাকিস্তানি বাহিনী যেমন বাঙালির ওপর গণহত্যা চালিয়েছে সেই একই কায়দায় খালেদা জিয়া গণহত্যা চালাচ্ছেন। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী গণগত্যা করে গেছে এখন খালেদার বাহিনী গণহত্যা করছে।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব