পদ্মায় লঞ্চডুবির ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারকে এক লাখ ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা এবং উদ্ধার কাজ শেষ হলে আরও এক লাখ ৫ হাজার টাকা দেওয়া হবে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার শামসুজ্জোহা এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার দুপুরে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে কার্গো’র ধাক্কায় দুই শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা নামে একটি লঞ্চ ডুবে যায়। রাত ৯টা ৫৩ মিনিট পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চের ৪৩ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে ১৭ নারী, ৭ শিশু ও ১৯ জন পুরুষ রয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
এ ঘটনায় সমুদ্র পরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. শাজাহানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব