গতকাল রবিবার পদ্মায় কার্গোর ধাক্কায় ডুবে যাওয়ায় এম ভি মোস্তফা-৩ লঞ্চটি ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তমের মাধ্যমে লঞ্চটি উদ্ধার করে নিয়ে আসা হয়। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ আছেন। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে প্রায় দুইশ' জন যাত্রী নিয়ে লঞ্চটি একটি সারবাহী কার্গো জাহাজের ধাক্কায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝপথে ডুবে যায়।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ