অর্থনৈতিক প্রগতি ও মানবিক প্রগতির পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি তুলে ধরে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, মানবিক প্রগতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমৃদ্ধ করে।
সোমবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক প্রগতি’ শীর্ষক একক বক্তৃতায় তিনি একথা বলেন। অমর্ত্য সেন ও জঁ দ্রেজের যৌথভাবে রচিত ‘ভারত : উন্নয়ন ও বঞ্চনা’ বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন হলেও মানবিক প্রগতি স্থির হয়ে থাকতে পারে। মানবিক প্রগতির জন্য দেশের সব নাগরিকের জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ মানব উন্নয়ন–সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করা দরকার। শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো নিশ্চিত করতে অবশ্যই সরকারের প্রধান ভূমিকা পালন করতে হয়।
বিডি-প্রতিদিন/ ২৩, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব