একাত্তরে মুক্তিযোদ্ধাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের আপিল মামলা আদেশের জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের কার্যতালিকায় দুই নম্বরে আদেশের জন্য মামলাটি দেখা গেছে। এর অাগে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল আলীম মারা যাওয়ায় তার আপিল মামলাটি অকার্যকর ঘোষণা করেছেন আপিল বিভাগ।
উল্লেখ্য, গোলাম আযম ৯২ বছর বয়সে গত বছরের ২৩ অক্টোবর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান। অসুস্থতার কারণে রায়ের আগে থেকেই ওই হাসপাতালের প্রিজন সেলে রেখে বিচার করা হয়। আর রায়ের পরও তিনি সেখানে থেকেই যুদ্ধাপরাধের সাজা খাটছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৩, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব