নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটকের ঘটনা অস্বীকার করেছে পুলিশ, র্যাব ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, ডিএমপি মাহমুদুর রহমান মান্নাকে আটক করেনি। অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (উত্তর) নাজমুল আলম জানান, গতরাতে তাদের এ ধরণের কোন অভিযান ছিল না। তারা মান্নাকে আটক করেননি। যোগাযোগ করা হলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেছেন, তারা এ ধরণের কোন বিষয় জানেন না।
এরআগে মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর ই-ব্লকের ১৭ নম্বর সড়কের (বাসা নম্বর-১২) ভাতিজি শাহনামা শারমিনের বাসা থেকে মান্নাকে সাদা পোশাকধারী পুলিশ (ডিবি) আটক করে বলে সংবাদমাধ্যমকে জানান তার স্ত্রী মেহের নিগার।
এদিকে সকাল ১০ পর্যন্ত মান্নার পরিবারের কাউকে ডিবি কার্যালয়ে দেখা যায়নি। তবে তারা বনানী থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে জানান বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর। তবে ডিবি থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু তাদের জানানো হয়নি বলে মন্তব্য করেন তিনি।
মেহের নিগার মঙ্গলবার ভোর পাঁচটায় গুলশান-২ এর নিজ বাসায় সাংবাদিকদের জানান, ওইদিন তার স্বামী বনানীর ই-ব্লকে ভাতিজি শাহনামা শারমিনের বাসায় ছিলেন। ওই বাসা থেকে রাত তিনটার দিকে ডিবি পুলিশ তার স্বামীকে আটক করে নিয়ে যায়। শাহনামা শারমিন রাত সোয়া তিনটার দিকে ফোন করে তাকে একথা জানান।
মেহের নিগার সাংবাদিকদের জানান, আটক হওয়ার আগে সোমবার রাত ১২টার দিকে তার স্বামী মান্নার সঙ্গে কথা হয়।
অন্যদিকে শাহনামা শারমিন তার নিজ বাসায় সাংবাদিকদের জানান, রাত তিনটার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের বাসায় কড়া নাড়েন সাদা পোশাকধারী কয়েকজন। এ সময় তার চাচা (মান্না) ঘুমিয়ে ছিলেন। ডিবি পুলিশ তাকে জানান যে, তারা মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে যেতে এসেছেন।
এ সময় তার চাচাকে ঘুম থেকে জাগিয়ে এ খবর জানানো হয়। তিনি ঘুম থেকে উঠে ডিবি পুলিশের কাছে পোশাক পরার সময় চান। পোশাক পরা শেষ হলে পুলিশ তাকে নিয়ে চলে যায় বলে জানান শাহনামা।
তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে ডিবি পুলিশ তাদের কিছু জানায়নি। এর আগে মান্না রাত ১১টার দিকে তাদের বাসায় আসেন বলে জানান তিনি।
রবিবার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের অডিও টেপ ফাঁস হয়। চলমান পরিস্থিতি নিয়ে ওই টেপে দুই নেতাকে বিশদ কথা বলতে শোনা যায়। কথোপকথনের এক পর্যায়ে আন্দোলন বেগবান করতে বিশ্ববিদ্যালয়ে নাশকতা ঘটানো ও লাশ ফেলার বিষয়ে খোকাকে পরামর্শ দেন মান্না। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় উঠেছে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ