মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন।
এ রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে দোয়েল চত্বরসহ আশ-পাশের সড়কে অন্যান্য সময় যান চলাচল বন্থ থাকলেও এবার স্বাভঅবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা