একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন শিশির মনির।
এ মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের মতো প্রসিকিউশনকেও আপিলের সারসংক্ষেপ জমা দিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় হয় গত ২৯ অক্টোবর। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে নিজামীর দণ্ড কার্যকর করার আদেশ দেন। এই রায়ের পর গত ২৩ নভেম্বর খালাস চেয়ে আপিল করেন নিজামী।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা