মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আপিল তার মৃত্যুর কারণে অকার্যকর ঘোষণা করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আপিলটি আজ এই বেঞ্চের কার্যতালিকার ২ নম্বরে ছিল। আদালত আপিলটি অকার্যকর ঘোষণা করে আদেশ দেন।
২০১৩ সালের ১৫ জুলাই মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ । এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরের ৫ আগস্ট আপিল করেন গোলাম আযম। আর সর্বোচ্চ শাস্তি চেয়ে একই বছরের ১২ আগস্ট আপিল করে রাষ্ট্রপক্ষ।
২০১৪ সালের ২৩ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (প্রিজন সেলে) মারা যান গোলাম আযম।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা