নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সন্ধান চেয়ে তার বড় ভাই ও ভাবী বনানী থানায় জিডি করেছেন।
মান্নার বড় ভাইয়ের স্ত্রী বেগম সুলতানা জানান, মান্নাকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন গতরাতে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এখন ডিবি বলছে তারা এটা করেনি। তাহলে কারা তাকে তুলে নিয়ে গেল? সে এখন কোথায় আছে?
মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর ই-ব্লকের ১৭ নম্বর সড়কের (বাসা নম্বর-১২) ভাতিজি শাহনামা শারমিনের বাসা থেকে মান্নাকে সাদা পোশাকধারী পুলিশ (ডিবি) আটক করে বলে সংবাদমাধ্যমকে জানান তার স্ত্রী মেহের নিগার।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ, র্যাব ও ডিবি (গোয়েন্দা পুলিশ)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, ডিএমপি মাহমুদুর রহমান মান্নাকে আটক করেনি। অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (উত্তর) নাজমুল আলম জানান, গতরাতে তাদের এ ধরণের কোন অভিযান ছিল না। তারা মান্নাকে আটক করেননি। যোগাযোগ করা হলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেছেন, তারা এ ধরণের কোন বিষয় জানেন না।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ