দেশব্যাপী চলমান হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর ফলে গত রবিবার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও এবার তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা