ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-অটোরিক্সা সংঘর্ষে দুই শিশুসহ ৭জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি সিনএনজি চালিত অটো রিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটো রিকশার যাত্রী তিন পুরুষ, দুই মহিলা ও দুই শিশু নিহত হয়। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৫/ সালাহ উদ্দীন