নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউসিয়া মার্কেট সংলগ্ন বিসমিল্লাহ পেট্রল পাম্পের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। আজ বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন: বাসের হেলপার শাকিল (১৮) ও ইয়াসিন (২০)। আগুনে শাকিলের প্রায় সারা শরীর ও ইয়াসিনের মুখ ও হাত পুড়ে গেছে। আজ সকাল ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শাকিল ও অন্য গাড়ির চালকের সহকারি ইয়াসিন বাসে ঘুমাতে যায়। রাত সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা শাকিল ও ইয়াসিন দগ্ধ হন। বাসটিতে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা