বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৫২ দিনের হরতাল-অবরোধে এখন পর্যন্ত দেশের প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে যশোর-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, ‘গত ৫ জানুয়ারি থেকে ৫২ যাবৎ দিন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতার অবরোধের নামে দেশে এক চরম নৈরাজ্যের সৃষ্টি করেছে। ক্ষমতার লিপ্সায় অন্ধ হয়ে তারা দরিদ্র খেটে খাওয়া মানুষ, দেশের নিরপরাধ সাধারণ নারী পুরুষ এমনকি নিষ্পাপ শিশুদেরকেও আগুনে পুড়িয়ে হত্যা করেছে। পেটের তাগিদে কাজ করতে বেরিয়ে বিগত ৫২ দিনে ১০১ জন মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে যার অধিকাংশ আগুনে পুড়ে মারা গেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পেট্রোলবোমাসহ নানা ধরনের নাশকতামূলক কাজে সহস্রাধিক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। ১ হাজার ১৭৩টি যানবহন আগুনে পুড়ে গেছে ও ভাঙচুর করা হয়েছে। ৬টি লঞ্চে অগ্নিসংযোগ করা হয়েছে, ২৫ দফায় ট্রেনে নাশকতা করা হয়েছে। এই ধ্বংসাত্মক কাজে ব্যবসা-বাণিজ্য, রপ্তানি ও অন্যান্যভাবে ১ লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘নিজের (খালেদা জিয়া) নাতি-নাতনী সন্তানের শিক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে সাধারণ নিষ্পাপ কোমলমতি শিশুদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলার এ প্রক্রিয়া আর চলতে দেয়া যায় না। দেশের প্রায় ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীদের ভাগ্য নিয়ে খেলা করা হচ্ছে। শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে না দেয়ার জন্য প্রতি কর্ম দিবসে হরতাল দেয়া হচ্ছে।’
অন্যদিকে, সংসদ সদস্য আবদুর রহমান বদির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ১১ হাজার ২৬৫ মেগাওয়াট। তবে শীতকালীন চাহিদার বিপরীতে গ্রিড নেটওয়ার্কেও আওতায় দেশে বর্তমানে গড়ে ৬ হাজার ২শত থেকে ৬ হাজার ৪ শত মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের সম্পূর্ণটা জাতীয় গ্রিডের মাধ্যমে সঞ্চালন করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব