হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াত দেশে গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে সহিংসতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পুড়িয়ে মারছে আল্লাহ তাদের সুমতি দিক। আসলে তারা যেটা করছে এটাতো খুন। এটাতো গণহত্যা। আর যারা এটা করছে, তারা খুনের দায়ে অভিযুক্ত। এটা মেনে নেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না।
কারোর রাজনৈতিক ভুলে তার খেসারত জনগণ দেবে কেন- এ প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, মানুষের মাঝে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে, ঠিক তখনই হঠাৎ করে এ তাণ্ডব কেন? নিশ্চই জনগণের স্বার্থে নয়। এই তাণ্ডব চালানো হচ্ছে ব্যক্তিস্বার্থে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব